আইপিএল : মোস্তাফিজদের গুঁড়িয়ে প্লে-অফের পথে সাকিবদের কলকাতা

ক্রীড়া প্রতিবেদক

সাকিবদের কলকাতা নাইট রাইডার্স
সংগৃহীত ছবি

আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে অবহেলিত ছিলেন সাকিব। একাদশে সুযোগই দেওয়া হচ্ছিল না তাকে। অবশেষে সুযোগ পেলেন। দেখালেন নিজের ভেলকি। দ্বিতীয় ভাগে নিজের দ্বিতীয় ম্যাচ খেললেন মোস্তাফিজের দল রাজস্থান রয়ালসের বিপক্ষে।

১ ওভার বল করে দিলেন মাত্র ১ রান। উইকেটও নিলেন ১টি। তার এমন দুর্দান্ত বোলিং ম্যাচ পার্থক্য গড়ে দেয়। মোস্তাফিজের রাজস্থানকে বিধ্বস্ত করে প্লে-অফ প্রায় নিশ্চিত করল কলকাতা নাইট রাইডার্স।

৮৬ রানের বিশাল জয় পেয়েছে সাকিবের কলকাতা।

শারজায় নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে টস জিতে কেকেআরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ রাজস্থান রয়্যালস।

কেকেআর ব্যাটাররা মোস্তাফিজদের তুলোধোনো করে ৪ উইকেটে ১৭১ রান তোলে। ওপেনার শুভমান গিল করেন ৫৬ রান। ভেঙ্কটেশ আয়ার ৩৮ ও রাহুল তেওয়াতিয়া করেন ২১ রান। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে দেন ৩১ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৬.১ ওভার টিকে ৮৫ রানে অলআউট হয়ে গেছে রাজস্থান। দলটির পক্ষে মাত্র দুজন দুই অংকের ঘরে পৌঁছুতে পেরেছেন। মিডল অর্ডারে রাহুল তেওয়াতিয়া ৩৬ বলে খেলে করেছেন ৪৪ রান। ১৮ রান করেন শিভাম দুবে।

শুরুতেই সাকিবের তোপের মুখে পড়ে রাজস্থান। দলটির ওপেনার জসস্বি জশওয়াল ওভারের তৃতীয় বলেই সাকিবের বলে সরাসরি বোল্ড হন। শূন্য রানে ফেরেন।

এররপর শিভাম মাভি এবং লকি ফার্গুসনের অসাধারণ বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে রাজস্থান। শিভাম মাভি নেন ৪ উইকেট এবং লকি ফার্গুসন নেন ৩ উইকেট। বরুন চক্রবর্তী নেন ১ উইকেট।

এ জয়ের পর ১৪ ম্যাচে কেকেআরের পয়েন্ট এখন ১৪। প্লে-অফ প্রায় নিশ্চিত। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে রোহিত শর্মার মুম্বাই। বড় ব্যবধানে জিতে কেকেআরের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকবে সাকিবের কলকাতা ।

শেয়ার করুন