শেষ সময়ে বিশ্বকাপ স্কোয়াডে রুবেল

ক্রীড়া প্রতিবেদক

রুবেল হোসেন
ফাইল ছবি

গত মাসে বিশ্বকাপের ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ছিলেন দলের স্ট্যান্ডবাই সদস্য। এবার তিনি জায়গা করে নিলেন মূল স্কোয়াডে। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসির দলের খেলোযাড় পরিবর্তনের শেষ সময়ে আজ শনিবার (৯ অক্টোবর) রাতে রুবেল হোসেনকে মূল স্কোয়াডে যুক্ত করেছে বিসিবি। তবে পরিবর্তে কাউকে বাদ দেওয়া হয়নি। ফলে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড এখন ১৬ জনের হলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের স্ট্যান্ডবাই সদস্য হিসেবে ওমান গেছেন রুবেল। দলের ট্রেনিং ক্যাম্পে ছিলেন। বাংলাদেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি পেসার। তাকে মূল স্কোয়াডে যুক্ত করার কারণ অবশ্য জানায়নি বিসিবি।

আমিরাতে ১২ ও ১৪ অক্টোবর শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়বে টাইগাররা। প্রস্তুতি ম্যাচ শেষে আবার ওমানে ফিরবে বাংলাদেশ। সেখানেই শুরু তাদের বিশ্বকাপের প্রথম পর্ব। ১৭ অক্টোবর আসরটির শুরুর দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে প্রথম পর্বের ওমান, পাপুয়া নিউগিনির বাধাও পেরোতে হবে টাইগারদের।

বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ডবাই: আমিনুল ইসলাম বিপ্লব।

শেয়ার করুন