বাংলাদেশ-ভারতের মধ্যে সপ্তাহে ২১টি ফ্লাইট চলবে

নিজস্ব প্রতিবেদক

বিমান
ফাইল ছবি

এয়ার বাবল ব্যবস্থার অধীনে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হ‌য়ে‌ছে। ১৫ অক্টোবর থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচল করবে উভয় দেশের মধ্যে।

আজ সোমবার ঢাকার ভারতীয় হাইক‌মিশনের ভে‌রিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।

হাইক‌মিশন জানায়, বাংলাদেশ ও ভারত যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে প্রতি দেশেই সাতটি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ১৫ অক্টোবর থেকে থেকে কার্যকর হবে।

ফ্লাইট সংখ্যা বাড়লে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীরা উপকৃত হবেন বলে মনে করছে হাইকমিশন।

করোনা মহামারির কারণে দুই দেশের মধ্যে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় বাণিজ্যিক যাত্রী পরিষেবা পুনরায় চালু করতে দুই দেশের মধ্যে অস্থায়ী এয়ার বাবল ব্যবস্থা চালু হয়। গত ৫ সেপ্টেম্বর চার মাসের বিরতি শেষে দুই প্রতিবেশী দেশের মধ্যে ফ্লাইট চালু হয়।

শেয়ার করুন