দ্রুত করোনার টিকা উৎপাদনের সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে টিকা দেশেই উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই টিকা উৎপাদন কার্যক্রম যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সে ব্যাপারে সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ বুধবার কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা হয়।

universel cardiac hospital

কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আ. ফ. ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ ও মো. আমিরুল আলম মিলন সভায় অংশগ্রহণ করেন। সভায় অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড গোপালগঞ্জ শাখা থেকে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি কোভিড পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জনগণকে সচেতন থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। এছাড়াও বিএমএ, কোভিড পরামর্শক কমিটি ও স্বাচিপের সভাপতি সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন