করোনা শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

করোনার বিস্তার ঘটেছে গ্রাম পর্যায়েও।
ফাইল ছবি

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার কিছুটা কমে গত ২৪ ঘণ্টায় দেড় শতাংশে এসেছে। এ সময়ে সরকারি ও বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৬০৯ টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন ২৪৩ জন রোগী শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। সেই থেকে চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩ টি নমুনা পরীক্ষা ও ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন রোগী শনাক্ত হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৪০ শতাংশ।

অন্যদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ চারজন ও নারী ছয়জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৮ জন এবং বেসরকারি হাসপাতালে দুইজন মারা যান। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮০১ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

শেয়ার করুন