টি-২০ বিশ্বকাপ : সুপার টুয়েলভে বাংলাদেশের সব ম্যাচ বিকাল ৪টায়

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি

‘ছোটদের’ টি ২০ বিশ্বকাপ শেষ! র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা আট দলের প্রথম রাউন্ডকে ছোটদের বিশ্বকাপই বলা হচ্ছিল। প্রথম রাউন্ড শেষে আজ শুরু হচ্ছে সেরা ১২ দলের মূল লড়াই। যার পোশাকি নাম ‘সুপার টুয়েলভ রাউন্ড’।

অনেকের কাছে এটাই আসল বিশ্বকাপ। প্রথম রাউন্ডের দুই গ্রুপ থেকে দুটি করে দল পেয়েছে সুপার টুয়েলভের টিকিট। র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলছে এই পর্বে। এখানেও রয়েছে দুটি গ্রুপ।

শুক্রবার চূড়ান্ত হয়েছে সুপার টুয়েলভের ১২ দল। প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক প্রথমবার টি ২০ বিশ্বকাপে খেলতে এসেই পুঁচকে নামিবিয়ার সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া। নেদারল্যান্ডসের পর কাল আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি।

প্রথম রাউন্ডে গ্রুপ রানার্সআপ হওয়ায় সুপার টুয়েলভে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘১’-এ। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলংকা। বাংলাদেশের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ড সুপার টুয়েলভের গ্রুপ ‘২’-এ লড়বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ‘এ’ গ্রুপের রানার্সআপ নামিবিয়ার সঙ্গে। দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর দুবাইয়ে ফাইনাল।

বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায় আবুধাবিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার টুয়েলভের ধুন্ধুমার লড়াই। রাত ৮টায় দুবাইয়ে আরেক হাইভোল্টেজ ম্যাচে টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

গত আসরের দুই ফাইনালিস্ট এবার নিজেদের প্রথম ম্যাচেই পরস্পরের মুখোমুখি। একই ভেন্যুতে আগামীকাল রাত ৮টায় মাঠে গড়াবে সব ম্যাচের সেরা ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ। একইদিনে বিকাল ৪টায় শারজায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভে বাংলাদেশের যাত্রা শুরু হবে।

প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে ভারত, পাকিস্তানের গ্রুপে পড়ত বাংলাদেশ। আরব আমিরাতের কন্ডিশনে উপমহাদেশের দলগুলোকে এড়াতে পেরে খুশি হওয়ার কথা মাহমুদউল্লাহদের। যদিও সুপার টুয়েলভে কোনো গ্রুপই সহজ নয়। তবে গ্রুপ ‘১’-এ পড়ায় স্বস্তির একটা জায়গা আছে বাংলাদেশের।

সুপার টুয়েলভে বাংলাদেশের পাঁচটি ম্যাচই হবে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টা)। গ্রুপ ‘২’-এ পড়লে চারটি ম্যাচ ফ্লাডলাইটের আলোয় খেলতে হতো মাহমুদউল্লাহদের। রাতের ম্যাচ এড়াতে পারার সুবিধা হলো শিশিরের প্রভাব নিয়ে ভাবতে হবে না।

শিশির ভেজা বলে স্পিনারদের জন্য বল গ্রিপ করা হয়ে ওঠে চ্যালেঞ্জিং। যেখানে বাংলাদেশের মূল শক্তি স্পিন। ২৪ অক্টোবর সুপার টুয়েলভে যাত্রা শুরু করার পর ২৭ অক্টোবর ইংল্যান্ড, ২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করুন