সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বাজার
ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

universel cardiac hospital

এদিন বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৯০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক কোনো পয়েন্ট না বেড়ে ১৪৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ২৬৪০ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৮ কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৬০টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে।

শেয়ার করুন