দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।
সপ্তাহের চতুর্থ দিন বুধবার ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।
এদিন বেলা ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ২৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ২৬৫৬ পয়েন্টে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১০৯টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৯১ পয়েন্টে অবস্থান করছে।