চীনকে শক্ত বার্তা দিতে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা
ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ছবি : ইন্টারনেট

অগ্নি-৫ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার রাতে উড়িষ্যা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

অগ্নি-৫ হলো ভূপৃষ্ঠ-টু-ভূপৃষ্ঠ ক্ষেপণাস্ত্র। এটি ৫ হাজার কিলোমিটার দূরের গন্তব্যে নিখুঁত হামলা চালাতে সক্ষম।

ভারতীয় গণমাধ্যমে ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ পরীক্ষাকে চীনের জন্য একটি কঠোর বার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আঘাত এলে ভারত পাল্টা আঘাত করতে পারে এই বার্তা দিতেই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, অগ্নি- ক্ষেপণাস্ত্র তিন পর্যায়ের সলিড ইঞ্জিনে গঠিত। এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম।

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের রাষ্ট্রীয় নীতি ‘সর্বোচ্চ নির্ভরযোগ্য প্রতিরোধ’ এর আলোকে করা হয়েছে। তবে আঘাত না আসলে ভারত এই ধরনের অস্ত্র ব্যবহার করবে না বলেও প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতের অগ্নি ১ থেকে অগ্নি ৫ পর্যন্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে।

শেয়ার করুন