ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আবারও থামবে আন্তঃনগর ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ট্রেন
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনরায় শুরু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেসের মাধ্যমে যাত্রাবিরতির উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় তিনি ট্রেনের যাত্রীদের মধ্যে ফুল বিতরণ করেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

গত ২৬ মার্চ হেফাজতীদের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এই স্টেশনে দীর্ঘদিন ট্রেনের যাত্রাবিরতি বন্ধ ছিল। শনিবার পুনরায় যাত্রাবিরতির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন