ফিল্ডিং কোচ রায়ান কুককে বিদায় করছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বাজে ফিল্ডিংয়ের পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় কোচ রায়ান কুককে। এর জন্য বড় সড় প্রতিদানই দিতে হচ্ছে এই প্রোটিয়া কোচকে। আর তাই কুকের সঙ্গে চুক্তি নবায়ন করবে না বিসিবি। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একের পর এক ক্যাচ হাতছাড়া করা ও গ্রাউন্ড ফিল্ডিংয়ের বাজে অবস্থায় আবার আলোচনায় উঠে আসে কুকের ভূমিকা। বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ সাবেক ক্রিকেটারদের অনেকেই কাঠগড়ায় দাঁড় করান ফিল্ডিং কোচকে।

universel cardiac hospital

অবশেষে বাংলাদেশ দলে কুকের অধ্যায় শেষ হচ্ছে বলে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। সাংবাদিকদের সাক্ষাৎকার দেয়াকালে তিনি বলেন, ‘আসন্ন সিরিজে (রায়ান) কুককে আমরা পাচ্ছি না। ওর জায়গায় নতুন একজন স্থানীয় কোচ নিয়োগ দিচ্ছি। আমরা এটা ১৬ তারিখ ফাইনাল করবো।’

রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়ে বিসিবির ক্রিকেট অপস চেয়ারম্যান আরও বলেন,’কুকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে আছে। ও এখন আসছে না। ওর চুক্তিও আমরা নবায়ন করাচ্ছি না। এজন্য ওকে এই (পাকিস্তানের বিপক্ষে) সিরিজে পাচ্ছি না।’

শেয়ার করুন