ভারতের মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারত
ফাইল ছবি

ভারতের মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নারীসহ অন্তত ২৬ মাওবাদী নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে ৪ পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকালে কয়েক ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

universel cardiac hospital

খবরে বলা হয়েছে, ছত্তিশগড় সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে মারদিনতোলার জঙ্গলে অবস্থান নিয়েছিল মাওবাদীদের একটি টিম। এদিকে তাদের দমনে বিশেষভাবে প্রশিক্ষিত সি-৬০ ইউনিটের জওয়ানরা এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় আচমকা জঙ্গলের ভেতর থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। উত্তরে ভারতীয় জওয়ানরা পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সুপার অঙ্কিত গোয়াল বলেছেন, ‘আমরা বন থেকে এ পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত ফোর্স এলাকায় পাঠানো হয়েছে। জঙ্গলে তল্লাশি চালিয়ে এরইমধ্যে প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এর আগে গত মে মাসের শেষ দিকে এই গড়চিরৌলির এটাপল্লীর জঙ্গলে মাওবাদী ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছিল। সেবার সি-৬০ ইউনিটে জওয়ানরা ১৩ জন মাওবাদীকে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। গত ২৯শে মার্চও অঞ্চলটিতে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই বাঁধে। এতে দুই নারীসহ পাঁচ মাওবাদীর মৃত্যু হয়। প্রেসার কুকার বোমাসহ প্রচুর অস্ত্র তখন বাজেয়াপ্ত হয়েছিল।

শেয়ার করুন