রাজধানীর সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তারা হলেন- মো. শফিকুল ইসলাম (৫০), মো. শামসুদ্দিন রবিন (৫০), মো. আবুল কালাম (৪৫), বিশ্বনাথ (৪৮), মো. রিপন (৪৫) ও মো. কবির হোসেন (৩৮)।

শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শামসুদ্দিন রবিন জানান, সায়েদাবাদ জনপদ মোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে সিলিন্ডারে রং করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তিনিসহ ছয়জন দগ্ধ হন। আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, সায়েদাবাদ জনপদ মোড় থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ছয়জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কবির হোসেনের ৮৫ শতাংশ, বিশ্বনাথ দত্তের ৩৪ শতাংশ, আবুল কালামের ৮০ শতাংশ, শামসুদ্দিন রবিনের ৫ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ, মো. রিপনের ৬০ শতাংশ বার্ন (পুড়ে) হয়েছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তবে একজন শঙ্কামুক্ত রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সায়েদাবাদ জনপদ মোড় এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ছয়জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। একজন শঙ্কামুক্ত রয়েছেন। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

শেয়ার করুন