টি-টোয়েন্টি বিশ্বকাপ: উইলিয়ামসন ঝড়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭২ রান

ক্রীড়া ডেস্ক

দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দলীয় অধিনায়ক কেইন উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৭২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড দল। ফলে বিশ্বকাপের শিরোপা জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৭৩ রান।

ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট হাতে ইনিংসের প্রথম তিন ওভারে ইতিবাচক ব্যাট করলেও চতুর্থ ওভারে হ্যাজলউডের বলে কটবিহাইন্ড হন ড্যারি মিচেল। আউট হওয়ার আগে করেন ১১ রান।

universel cardiac hospital

দ্বিতীয় উইকেট জুটিতে ইতবাচক ব্যাটিং করতে থাকেন মার্টিন গাপটিল এবং কেইন উইলিয়ামসন। এ সময় দুজন মিলে তুলেন ৪৮ রানের জুটি। অ্যাডাম জাম্পার বলে আউট হওয়ার আগে ২৮ রান করেন গাপটিল।

এদিকে ব্যাট হাতে আপনতালে খেলতে থাকা দলীয় অধিনায়ক কেইন উইলিয়ামসন তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে দলীয় স্কোর বাড়ানোর পাশাপাশি নিজের স্ট্রাইকটাও বাড়িয়ে নেন তিনি। জস হ্যাজলউডের করা ১৮তম ওভারের পঞ্চম বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ তুলে দেন কিউই দলনেতা। আউট হওয়ার আগে করেন ৮৫ রান। মাত্র ৪৮ বলে খেলা এই শৈল্পিক ইনিংসটি ১০টি চার এবং ৩টি চারে সাজানো।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান জিমি নিশাম এবং টিম সেইফার্ট। ১৩ রানে নিশাম এবং ৮ রানে সেইফার্ট অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার পক্ষে একাই তিনটি উইকেট নেন জস হ্যাজলউড। আর একটি উইকেটের দেখা পেয়েছেন অ্যাডাম জাম্পা।

শেয়ার করুন