ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান কর্মসূচি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা প্রদান কর্মসূচি শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিরাসারস্থ বাংলাদেশে গ্যাসফিল্ডস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদানের মাধ্যমে এই কর্মসূচি শুরু করা হয়।

টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এসময় টিকা টিকা গ্রহণকালে শিক্ষার্থীদের মধ্যে প্রবল উৎফুল্লতা লক্ষ্য করা যায়।

universel cardiac hospital

টিকা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন মোঃ একরামুল্লাহ, বাংলাদেশ গ্যাসফিল্ডস স্কুল এন্ড কলেজের সভাপতি আমির ফয়সালসহ কলেজের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ ।

এসম সিভিল সার্জন মোঃ একরামুল্লাহ বলেন, শিক্ষার্থীদের উক্ত টীকা প্রদান কার্যক্রম আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ টি উপজেলার প্রায় ১৬০০০ পরিক্ষার্থী কে ১ম ডোজ ফাইজারের টীকার আওতায় আনা হবে এবং পরীক্ষার পর ২য় ডোজ প্রদান করা হবে।

শেয়ার করুন