আইনমন্ত্রীর কাছে ইসি গঠনে খসড়া আইনের প্রস্তাব দেবে সুজন

নিজস্ব প্রতিবেদক

সুজন-ইসি
ফাইল ছবি

সুশাসনের জন্য নাগরিক-সুজন এর পক্ষ থেকে ‘দেশের চিন্তাশীল ও বিশেষজ্ঞ নাগরিকদের মতামত’ নিয়ে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২১’ শিরোনামে একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে।

এটি আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ৮টায় আইনমন্ত্রী আনিসুল হকের কাছে পৌঁছে দেবে সুজন। এ দিন বেলা সাড়ে ১২টার দিকে মত ও পথকে সুজনের পক্ষ থেকে মর্জি বিশ্বাস এ তথ্য জানান।

universel cardiac hospital

সুজন সচিবালয় থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২১’ শীর্ষক খসড়া আইনের প্রস্তাব আইনমন্ত্রী আনিসুল হকের কাছে হস্তান্তর করা হবে। রাত ৮টায় আইনমন্ত্রী তার গুলশান কার্যালয়ে খসড়াটি গ্রহণ করতে রাজি হয়েছেন।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নির্বাহী সদস্য অ্যাডভোকেট ড. শাহদীন মালিক ও অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার খসড়াটি আইনমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন।

শেয়ার করুন