হেরেও ইতিহাস গড়লেন রুবেল-দিয়া

ক্রীড়া প্রতিবেদক

রুবেল-দিয়া
রুবেল-দিয়া। সংগৃহীত ছবি

প্রথমবারের মতো এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতার সুযোগ এসেছিল বাংলাদেশের। কিন্তু স্বপ্নপূরণ হলো না। ফাইনালে কোরিয়ার কাছে হেরে স্বর্ণপদক জেতা হলো না বাংলাদেশের আরচার জুটি হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী।

তবু হতাশার কিছু নেই। কারণ হেরে গেলেও ইতিহাস লিখেছেন রুবেল-দিয়া জুটি। এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো রৌপ্যপদক অর্জন করল বাংলাদেশ। এই আসরে আরচারে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সাফল্য এটিই।

universel cardiac hospital

শুক্রবার আর্মি স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় রিকার্ভ দ্বৈত মিশ্র ইভেন্টে কোরিয়ার রিউ সু জুং ও লি সিউং ইউনের কাছে ১-৫ পয়েন্টে হেরে গেছেন দিয়া-রুবেল জুটি।

এর আগে মঙ্গলবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে রুবেল ও দিয়া জুটি ৫-৪ সেট পয়েন্টে ভারতের অংকিতা ভক্ত ও কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে।

শেয়ার করুন