কৃষি আইন বাতিল হতেই কবিতায় ‘স্বপ্ন’ মমতার!

আন্তর্জাতিক ডেস্ক

মমতা বন্দোপাধ্যায়
ফাইল ছবি

ভারতে দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ৩টি বিতর্কিত কৃষি আইন (Farm Laws) বাতিলের ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পার্লামেন্টে এই আইন চূড়ান্তভাবে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন কৃষকরা, এমনই ঘোষণা করেছেন কৃষক নেতা রাকেশ টিকাইত।

যদিও কৃষি আইন বাতিল ঘোষণাকে কৃষকদের জয় হিসেবে দেখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই এ বিষয়ে একটি কবিতাও লিখে ফেলেছেন তিনি।

universel cardiac hospital

সেখানেও কৃষকদের ‘সংগ্রামী’ অভিনন্দন জানিয়েছেন মমতা। কৃষকদের নিয়ে সব সময়ই একটা আলাদা জায়গা রয়েছে তাঁর মনে। ঠিক সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে কৃষি আইন বাতিল হয়ে যাওয়ার পর।

কৃষকদের সংগ্রামে ও আন্দোলনে যে ভাবে মাথা নোয়াতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার, সেই বিষয়কে মূলধন করেই কৃষকদের শ্রদ্ধা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই নতুন কবিতা। শাসকের ঔদ্ধত্য এবং অহংকারীর ভগ্নদশা উল্লেখ করে তিনি তার লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।’

মত ও পথের পাঠকদের জন্য মমতার সেই কবিতাটি তুলে ধরা হলো

অন্নদাতাদের অন্নর অধিকার
ফিরিয়ে দিতে হবেই
মাঠ-মাঠিতে-জমি প্রান্তরে
কৃষিক্ষেত্র জাগবেই
দীর্ঘদিনের আন্দোলনের ফসল
তোমাদের জীবন স্বপ্ন
কেড়ে নিতে চাইলেও ব্যর্থ হবেনা
ঔদ্ধত্য-অহংকার ভগ্ন
রৌদ্র-বৃষ্টি ঝড়-ঝঞ্ঝায়
কতো রাত রাত গেছে পেরিয়ে
অস্ত্রের ঝংকার কেড়ে নিলো প্রাণ
মৃতদেহ লাশকাঁটায় জড়িয়ে।।
তবুতো থামোনি, থামোনি তোমরা
লড়ে গেছো আপন গৌরবে
তাইতো আজ জয়ী হলে তোমরা
অভিনন্দন সংগ্রামী সৌরভে।

শেয়ার করুন