টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই নাঈম-সাইফের বিদায়

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-পাকিস্তান
বাংলাদেশ-পাকিস্তান। সংগৃহীত ছবি

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও টস জিতেছিল বাংলাদেশ। নিয়েছিল ব্যাট করার সিদ্ধান্ত। দ্বিতীয় ম্যাচেও সিদ্ধান্তটা বদলাল না। টস জিতলেন অধিনায়ক মাহমুদউল্লাহ, নিলেন ব্যাট করার সিদ্ধান্তই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ দুই ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান।

শুরুর ম্যাচে টস জিতে ব্যাট করে রীতিমতো বিপর্যয়েই পড়ে গিয়েছিল বাংলাদেশ। মিডল অর্ডারের দৃঢ়তায় সেটা কাটানো গেলেও জয় আর ধরা দেয়নি বাংলাদেশের হাতে। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছিলেন, উইকেট পড়তে ভুল করেছে বাংলাদেশ।

universel cardiac hospital

আজ নতুন ব্যাটিংবান্ধব উইকেটে হচ্ছে খেলা। যার ফলে এক পাশে আছে কিছুটা ছোট বাউন্ডারি। সে কারণে আজও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেরি করেননি অধিনায়ক।

ভিন্ন দুই সমীকরণ নিয়ে আজ (শনিবার) একে অন্যের মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান। প্রথম ম্যাচ ৪ উইকেটে হারায় আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। সিরিজ হার ঠেকাতে এছাড়া বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে পাকিস্তান চাইবে এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটি নিজেকে করে নিতে।

এক নজরে দুই দলের একাদশ:

বাংলাদেশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হ্যারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদি।

শেয়ার করুন