গণতন্ত্রে ভুল স্বীকার করে নেওয়া দোষের কিছু না

সম্পাদকীয়

মত ও পথ

আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কৃষকদের দীর্ঘ ১৫ মাসের লাগাতার আন্দোলনের মুখে গত ১৯ নভেম্বর শিখ ধর্মগুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিতর্কিত তিন কৃষি আইন ২০২০ সালের সেপ্টেম্বরে সংসদে পাশ করানো হয়েছিল। তখন থেকেই ওই বিতর্কিত তিনটি আইনের বিরুদ্ধে রাজধানী দিল্লির প্রবেশপথে কয়েক লক্ষ কৃষক বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছিললন। অবশেষে তাঁরা তাঁদের আপোষহীন আন্দোলনের ফসল ঘরে তুলতে সক্ষম হয়েছেন।

কৃষি আইন নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয়। কেননা গণতন্ত্রে ভুল স্বীকার করে নেওয়া দোষের কিছু না; রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া হলে বরং সেই ভুল জনগণের কাছে অকপটে স্বীকার করে নেওয়াটাই হচ্ছে গণতন্ত্র। যদিও গণতন্ত্রের এই সৌন্দর্য চর্চার দিকটি বিশ্বের প্রায় সকল গণতান্ত্রিক রাষ্ট্রই পাশকাটিয়ে চলতে চায়। সেদিক বিবেচনায়, কৃষি আইন বাতিলের ঘোষণাকালে নিজেদের ভুলের জন্য কৃষকদের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে নরেন্দ্র মোদি গণতন্ত্রের সেই সৌন্দর্য চর্চার যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের নীতিনির্ধারকদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

universel cardiac hospital

শেয়ার করুন