কেবল টিভির সেট টপ বক্স লাগানোর সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
ফাইল ছবি

রাজধানী ঢাকা ও বাণিজ্যিক নগরী চট্টগ্রামে কেবল টিভির সেট টপ বক্স স্থাপনের সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

universel cardiac hospital

আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে গত ২৭ অক্টোবর তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রাম শহরে ৩০ নভেম্বরের মধ্যে কেবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতিতে রূপায়নের সর্বসম্মত সিদ্ধান্ত রয়েছে। ফলে এ সময়ের মধ্যে এই দুই শহরের গ্রাহককে ‘সেট টপ বক্স’ নিতে হবে। তা না হলে কেবল টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে।

এমন বক্তেব্যর পর হাইকোর্টে রিট আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

শেয়ার করুন