মেসির সাবেক গুরুকে কোচ হিসেবে চান রোনালদো

ক্রীড়া প্রতিবেদক

রোনালদো
ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইল ছবি

কোচ ওলে গুনার সোলশায়ারকে গতকাল রোববার বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকেই যেন রীতিমতো প্যান্ডোরার বাক্স খুলে গেছে ইংলিশ সংবাদ মাধ্যমে, কে হবেন ইউনাইটেডের পরবর্তী কোচ, কে হবেন রোনালদোর পরবর্তী গুরু, এ নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই যেন। এবার ইংলিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, স্পেন জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ ও সাবেক বার্সেলোনা কোচ লুইস এনরিকেকে দলের কোচ হিসেবে চান ক্রিশ্চিয়ানো রোনালদো।  

চলতি মৌসুমের শুরুটা রোনালদোর দলের ভালো কাটেনি মোটেও। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ফর্মে থাকলেও প্রিমিয়ার লিগে একেবারে লেজেগোবরে অবস্থায় ইউনাইটেড। শেষ সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছেন রোনালদোরা। বর্তমানে তাদের দল ইউনাইটেড আছে তালিকার অষ্টম অবস্থানে। এ পরিস্থিতি মৌসুমের শেষতক চললে চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, ইউরোপা লিগেও জায়গা হবে না রোনালদোদের। 

এরপরও অবশ্য ইউনাইটেড আস্থা রাখছিল কোচ সোলশায়ারের ওপর। চলতি মৌসুমের শুরুতেই ৩ বছরের নতুন চুক্তি সই করা নরওয়েজিয়ান কোচকে অন্তত মৌসুমের শেষ পর্যন্ত রাখতে চেয়েছিল দলটি। তবে লিভারপুল, ম্যানচেস্টার সিটির পর শেষমেশ ওয়াটফোর্ডের কাছেও ৪-১ ব্যবধানে হেরে বসলে আর ধৈর্যের বাঁধ ভেঙে যায় ইউনাইটেড কর্তৃপক্ষের। এরপরই গতকাল আসে বরখাস্ত করার খবর। 

এরপরই শুরু হয়েছে জল্পনা কল্পনা, কে হবেন দলটির পরবর্তী কোচ? স্কাই স্পোর্টস জানাচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমান স্পেন কোচ লুইস এনরিকেকে চাইছেন কোচ হিসেবে। উল্লেখ্য, স্প্যানিশ এই কোচ ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কোচিং করিয়েছেন লিওনেল মেসির বার্সেলোনাকে। তার অধীনেই বার্সেলোনা মেসিকে ছাড়াই রোনালদোর তৎকালীন দল রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ৪-০ গোলের ব্যবধানে। সেই এনরিকেকেই এবার রোনালদো চাইছেন ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের কোচ হিসেবে। 

এনরিকে বিষয়টা জেনে রীতিমতো হেসেই খুন হয়ে গেলেন। বিষয়টাকে এরপর উড়িয়েই দিয়েছেন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজ এপ্রিল ফুল দিবস নাকি?’

এরপর জানালেন স্পেন জাতীয় দলের সঙ্গে সুখেই আছেন তিনি। কারণটাও জানালেন ‘লুচো’। বললেন, ‘স্পেন জাতীয় দলকে কোচিং করাতে চাই আমি। ৫০০০ খেলোয়াড় আছে আমার হাতে। আমার প্রয়োজনের সব খেলোয়াড়ই আছে আমার কাছে। এর চেয়ে ভালো কিছু কী হতে পারে? আমি যেখানেই আছি, খুশি আছি।’

শেয়ার করুন