গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

গণপরিবহনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের ভাড়া অর্ধেক নেওয়ার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেনে ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়।

আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।

গণমাধ্যমকে ইউনুছ আলী বলেন, চলতি মাসে তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া বাড়ানো হয়। বর্ধিত ভাড়ার মধ্যে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা তাদের জন্য অর্ধেক ভাড়া করার দাবি জানিয়ে বিক্ষোভ করছে। সেই নির্দেশনা চেয়ে রিট করেছি।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, আমি সরকারের বিরুদ্ধে রিট করেছি, কোনো মালিকের বিরুদ্ধে না।

ডিজেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর নভেম্বরের শুরুতে ভাড়া বৃদ্ধির দাবিতে অঘোষিত ধর্মঘট শুরু করেন বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের মালিকরা। এমন বাস্তবতায় বাসভাড়া নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ৭ নভেম্বর পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নতুন ভাড়া নির্ধারিত হয়। সেখানে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

বাসে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক নেওয়ার দাবিতে কয়েকদিন ধরেই সায়েন্সল্যাব-ফার্মগেটসহ ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় বাস ভাঙচুরেরও ঘটনা ঘটে। ভাড়ার বিষয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করে আসছেন তার নির্দেশনা চেয়ে বুধবার রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

শেয়ার করুন