দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

ফাইল ছবি

পদ্মায় কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৪৫মিনিটের দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল।

জানা গেছে, হঠাৎ করেই ভোর ৬টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ সময় মাঝ নদীতে নোঙরে থাকা দুটি ফেরি ঘাটে ভিড়ে যানবাহন আনলোড করেছে।

universel cardiac hospital

রাজবাড়ীর জেলা পুলিশ সূত্রে জানা যায়, আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া এবং গোয়ালন্দ মোড়ে ৬ শতাধিক যানবাহন ফেরিপারের অপেক্ষায় আটকে ছিল। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল বলেন, আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এখন অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন পারাপার করা হচ্ছে।

শেয়ার করুন