পদোন্নতি পেলেন ২ হাজার ১৯৯ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসক
ফাইল ছবি

দীর্ঘ প্রতিক্ষার পর কাঙ্ক্ষিত পদোন্নতি পেলেন দেশের সরকারি চাকরিতে নিযুক্ত ২ হাজার ১৯৯ জন চিকিৎসক। এর মধ্যে নবম থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৯৬২ জন, পঞ্চম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১৮৩ জন এবং চতুর্থ গ্রেডে পদোন্নতি পেয়েছেন ৫৪ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে মঙ্গলবার তাদের এই পদোন্নতি দেওয়া হয়। আজ বুধবার বিষয়টি জানা যায়।

universel cardiac hospital

এই চিকিৎসকরা ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে নিয়োগ পেয়েছিলেন। এতদিন ধরে তারা পদোন্নতি বঞ্চিত ছিলেন।

পদোন্নতি পাওয়া নতুন এই চিকিৎসকরা ২০০৯ সালের স্কেল অনুযায়ী বেতন পাবেন। এদের মধ্যে নবম গ্রেড থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১৯৫৮ জন। এ ছাড়া ১৮৩ জন ষষ্ঠ থেকে পঞ্চম গ্রেড এবং ৫৪ জন পঞ্চম থেকে চতুর্থ গ্রেডে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়ম অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তরা বকেয়া বেতন পাবেন।

শেয়ার করুন