নবীনগর ও সরাইলে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও সরাইল উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। নবীনগর উপজেলার ১৩টি ইউপির মধ্যে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ৮টিতে বিদ্রোহী ও অন্যান্য দলের প্রার্থী এবং সরাইল উপজেলার ৯টি ইউপির মধ্যে মাত্র ২টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ৭টিতে বিদ্রোহী ও অন্যান্য দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

শান্তিপূর্ণভাবে তৃতীয় ধাপে নবীনগর ও সরাইল উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

universel cardiac hospital

নবীনগর উপজেলায় চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন,বড়িকান্দি ইউনিয়নে লুৎফর রহমান লাল মিয়া(বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত),সাতমোড়া- মো. জসিম উদ্দিন আহমেদ, ইব্রাহিমপুর-আবু মুছা, শ্যামগ্রাম- শামসুজ্জামান খান মাসুম, বীরগাঁও-আনোয়ার হোসেন।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে শ্রীরামপুর ইউনিয়নে- কাজী জাকির উদ্দিন (ঘোড়া), জিনদপুর-রবি উল্লাহ রবি(আনারস) রতনপুর- গোলাম মোস্তফা মারুফ(আনারস) নবীনগর পশ্চিম ইউনিয়নে মো. নুর আলম নুর আজ্জম(আনারস) রসুল্লাবাদ- খন্দকার মনির হোসেন(আনারস) লাউর ফতেহপুর-মো. জাহাঙ্গীর আলম (ঘোড়া),সলিমগঞ্জ- আশিকুর রহমান সোহেল (আনারস) নবীনগর পূর্ব ইউনিয়নে-মো. হেলাল উদ্দিন (চশমা) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সরাইল উপজেলার ৯ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

১. সরাইল সদরে মোটর সাইকেল প্রতীকের আব্দুল জব্বার, ২. অরুয়াইলে লাঙ্গল প্রতীকের মোশারফ হোসেন (জাতীয় পার্টি), ৩. কালিকচ্ছে ছায়েদ হোসেন (মোটর সাইকেল), ৪. নোঁয়াগাওয়ে মুনসুর আহমেদ (চশমা), ৫.শাহবাজপুরে নৌকার খায়রুর হুদা (আওয়ামী লীগ), ৬. শাহজাদাপুরে নৌকার আছমা আক্তার(আওয়ামী লীগ), ৭.চুন্টায় মো. হুমায়ুন (আনারস), ৮. পানিশ্বরে মোস্তাফিজুর রহমান (মোটরসাইকেল) ও ৯. পাকশিমুলে মো. কাউছার (আনারস)।

শেয়ার করুন