করোনায় আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে কমেছে রোগী শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন শুক্রবার (৩ ডিসেম্বর) ২৪৩ জনের শনাক্ত হয়েছিল করোনা। আর মারা গিয়েছিলেন তিনজন।

এদিকে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জনে। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৯৫ জন।

universel cardiac hospital

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১৬২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

একই সময়ে সারাদেশে ১৬ হাজার ৪২৮ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি নয় লাখ ৬২ হাজার ৪৭৪টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ। আর মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

শেয়ার করুন