ঢাকা টেস্ট : ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে চমক

ক্রীড়া প্রতিবেদক

ফিল্ডিংয়ে বাংলাদেশ
সংগৃহীত ছবি

পাকিস্তানের বাংলাদেশ সফর শেষ দিকে চলে এসেছে। সফরের শেষ ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে বাবর আজমরা। টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে থাকা পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় দুদল। তিন ম্যাচের সেই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ বাঁচানোর মিশনে নেমেছে মমিনুলবাহিনী। এই টেস্টের একাদশে রয়েছে অনেক চমক।

universel cardiac hospital

এই টেস্টে অভিষেক হচ্ছে মাহমুদুল হাসান জয়ের। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান ও খালেদ হোসেনও। দল থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহি, সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বি।

বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

শেয়ার করুন