করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৬৯

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৭ জনের। আর শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জন।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

universel cardiac hospital

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৩৪ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৯ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৩ হাজার ৭৪০।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া একজন নারী। চট্টগ্রাম বিভাগের চাঁদপুরে তার বাড়ি।

গতকাল দ্বিতীয়বারের মতো মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। দেশে করোনা শনাক্ত হওয়ার পর প্রথম মৃত্যুহীন দিন ছিল ২০ নভেম্বর।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

শেয়ার করুন