করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৯১

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদের একজন ঢাকা বিভাগের ও একজন রংপুর বিভাগের। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ১৯১ জন। আর সুস্থ হয়েছেন ১৪৫ জন।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

universel cardiac hospital

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.০২ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৪.০৭ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৫ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের দুজনই পুরুষ। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৪৩ জন।

করোনায় মোট মৃত নারী নারীর সংখ্যা ১০ হাজার ১০৪ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৩৯ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

শেয়ার করুন