প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর ২২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২২ ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন। সফরে দেশটির সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এ বছরের মার্চে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ ঢাকা সফর করেন। এর পর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে দুই নেতার বৈঠক হয়। প্রধানমন্ত্রীর এবার হচ্ছে ফিরতি সফর।

universel cardiac hospital

গত মাসের শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালদ্বীপ সফর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপ সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে কিছু সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে যাবেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকা সফর করেছেন। কদিন আগে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে কিছু চুক্তি হবে। দুই দেশের কর্মকর্তারা এগুলো নিয়ে কাজ করছেন। চুক্তি হলে জানতে পারবেন।

বাণিজ্য, কানেক্টিভিটি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে মালদ্বীপের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের। প্রধানমন্ত্রীর সফর এ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন