করোনায় আরও ২ জনের মৃত্যু, বাড়ল শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৬০ জনের শরীরে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জনে।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দৈনিক শনাক্তের হার এক শতাংশের নিচে নামলেও গত দুই দিন ধরে আবার বাড়ছে এই হার। শনিবার শনাক্তের হার ছিল ০.৮৭ শতাংশ। রবিবার তা বেড়ে দাঁড়ায় ১.২২ শতাংশ। আর সোমবার এই হার ১.৩০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৫৫টি। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৬ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।

গত এক দিনে মারা যাওয়া দুজনই পুরুষ। তারা একজন ঢাকা বিভাগের, আরেকজন রংপুর বিভাগের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

শেয়ার করুন