দেশে গত একদিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার। ঢাকাসহ বাকি ৭ বিভাগে গত একদিনে কারো মৃত্যু হয়নি। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২৯১ জন। আর সুস্থ হয়েছেন ২৬৪ জন।
আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৩৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৩.৯৯ শতাংশ।
গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৭১।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৫১ জন।
করোনায় মোট মৃত নারীর সংখ্যা ১০ হাজার ১০৫ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৪৬ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।