আমরা এখনও চিঠি পাইনি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচন কমিনশন গঠন নিয়ে চলমান সংলাপ সম্পর্কে রাষ্ট্রপতির কাছ থেকে বিএনপি এখনও কোনও চিঠি পাইনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতির কাছ থেকে আমরা এখনও কোনও চিঠি পাইনি। রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

আজ মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে বনানীতে ছিন্নমূল মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

universel cardiac hospital

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল— নির্বাচন নিয়ে আমরা কোনও আলোচনা করবো না। সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে কোনও চিঠি আসেনি। সুতরাং, আমরা সুনির্দিষ্টভাবে ওই সিদ্ধান্ত নিইনি।’

উল্লেখ্য, বিএনপির নেতারা প্রকাশ্যে বলে আসছেন, তারা রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নেবেন না। সোমবার (২০ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সংলাপকে ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন।

শেয়ার করুন