চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে বইছে হিমেল বাতাস। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জনজীবন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
শৈত্যপ্রবাহের কারণে কাজ ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। হিমেল বাতাসে কাবু হচ্ছে সব বয়সের মানুষ। আগুন জ্বালিয়ে সাধারণ মানুষ শীত নিবারণের চেষ্টা করছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়।