বাংলাদেশে ১১৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বিনিয়োগ করবে সুইজারল্যান্ড

বাংলাদেশের সফল এলডিসি উত্তরণ, একটি ন্যায্য ও স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সহাবস্থানে অবদান রাখতে সহায়তার জন্য সুইজারল্যান্ড ১১৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (এক হাজার ১০০ কোটি টাকা) বিনিয়োগ করবে।

ঢাকায় সুইস দূতাবাস একটি নতুন সহযোগিতা কর্মসূচি ২০২২-২০২৫ চালু করার এই ঘোষণা দিয়েছে। এই কর্মসূচি এজেন্ডা ২০৩০-এর সাথে সংযুক্ত এবং এতে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলো রয়েছে।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এই সুইস সহযোগিতা কর্মসূচি এমন এক সময়ে উদ্বোধন করা হলো যখন সুইজারল্যান্ড ও বাংলাদেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করতে যাচ্ছে।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি বাংলাদেশে তার পাঁচ দিনের সফরের শেষ দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এতে প্রধান অতিথি ছিলেন।

নতুন সহযোগিতা কর্মসূচি সুইস পররাষ্ট্র নীতির অগ্রাধিকার এবং দেশটির আন্তর্জাতিক সহযোগিতা কৌশলের ভিত্তিতে পরিচালিত হয়। সুইস সহযোগিতা কর্মসূচি ২০২২-২০২৫ এর সামগ্রিক লক্ষ্য হলো- বাংলাদেশের টেকসই এলডিসি উত্তরণ, একটি সমৃদ্ধ, ন্যায্য এবং স্থিতিশীল সমাজ গঠন ও শান্তিপূর্ণ সহাবস্থানে অবদান রাখা।

ড্যানজি তার সফরকালে সিনিয়র সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, সুবিধাভোগী এবং অন্যান্য মূল অংশীজনদের সাথে বিস্তৃত পরিসরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করার জন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং কক্সবাজার ও গাজীপুর জেলায় সুইজারল্যান্ডের অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন মানবিক ও উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

স্বাধীনতার পর বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড ছিল অন্যতম। গত পাঁচ দশকে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তৃত এবং গভীরতর হয়েছে। এসময়কালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক সহায়তাসহ রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিনিময় কর্মকাণ্ড সাধিত হয়েছে। দুই দেশ ২০২২ সালে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করবে।

সূত্র: বাসস

শেয়ার করুন