এবারও হচ্ছে না উৎসব,৩১ ডিসেম্বর পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

বই উৎসব
বই উৎসব। ফাইল ছবি

করোনা মহামারির কারণে আগামী পহেলা জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব হচ্ছে না। তবে ২০২২ শিক্ষাবর্ষের জন্য বছরের প্রথম দিনই বই দেওয়ার কার্যক্রম শুরু হবে। আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক বিতরণ’ কার্যক্রম এর উদ্বোধন করবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার পহেলা জানুয়ারি একদিনে সব শিক্ষার্থীকে সব বিষয়ে নতুন বই দেওয়া সম্ভব হবে না। শিক্ষার্থীরা সবাই পর্যায়ক্রমে নতুন বই হাতে পাবে।

এদিকে বিনামূল্যের পাঠ্যবইয়ের ছাপাখানা পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৃহষ্পতিবার বলেছেন, অতিমারির কারণে এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। যখন যে শিক্ষার্থীর বই পাওয়ার কথা, সে সময় শিক্ষার্থীরা বই পাবে।

শেয়ার করুন