লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নৌপ্রতিমন্ত্রীর শোক

বিশেষ প্রতিনিধি

লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নৌপ্রতিমন্ত্রীর শোক
সংগৃহীত ছবি

ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

universel cardiac hospital

শোকবার্তায় নৌপরিবহন প্রতিমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগুনে দগ্ধ অবস্থায় অন্তত ৭০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এমভি অভিযান-১০ লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল।

শেয়ার করুন