ক্রিকেট পরিচালনা বিভাগে জালাল ইউনুস, নতুন পদে আকরাম

ক্রীড়া ডেস্ক

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ফাইল ছবি

শেষ হলো সেই বহুল প্রতীক্ষিত বোর্ড মিটিং। আর এই মিটিংয়ের পরেই ঘোষণা করা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) নতুন কমিটি। আকরাম খানের আগ্রহ না থাকায় ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হয়েছেন চেয়ারম্যান জালাল ইউনুস। আর নতুন পদ পেয়েছেন আকরাম।

এবারের স্থায়ী কমিটিতে মিডিয়া বিভাগের চেয়ারম্যান হিসেবে করা হয়েছে ক্রিকেট সংগঠক তানভীর আহমেদ টিটুকে, ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন আগের কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। পারিবারিক আর শারীরিক কারণে অপারেশন্স বিভাগের দায়িত্ব নিতে রাজি না হওয়া আকরাম খান পেয়েছেন নতুন দায়িত্ব। নতুন স্থায়ী কমিটিতে ফ্যাসিলিটিজের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক এই অধিনায়ককে।

গ্রাউন্ডস কমিটিতে যথারীতি মাহবুব আনাম চেয়ারম্যান হিসেবে থাকছেন। ছায়া দলের দায়িত্বে থাকবেন সিসিডিএমের সাবেক চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। এবার সিসিডিএমের চেয়ারম্যান হয়েছেন সালাউদ্দিন চৌধুরী।

বয়সভিত্তিক টুর্নামেন্ট বিভাগের চেয়ারম্যান করা হয়েছে ওবায়েদউল্লাহ ও টিটো। ইফতেখার রহমান মিঠুন সামলাবেন আম্পায়ার্স কমিটি। এছাড়া মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান হিসেবে শেখ সোহেলকে রাখা হয়েছে, যিনি একইসাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।

শেয়ার করুন