রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৯

মহানগর প্রতিবেদক

গ্রেফতার
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

universel cardiac hospital

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪১ পিস ইয়াবা, ৩২৫ গ্রাম ৪৩ হেরোইন, ১ কেজি ৩৬৭ গ্রাম গাঁজা ও ২৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে আজ সকাল পর্যন্ত মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন