ইউপি নির্বাচন : বিজয়নগরে ৫টিতে আওয়ামী লীগ, ৪টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ইউনিয়ন পরিষদ নির্বাচন

চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ, চারটি আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর আখাউড়া উপজেলার পাঁচটি ইউপিতে দলীয় প্রতীক ছাড়া ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়র পাঁচটি ও বিজয়নগরের ১০টি ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

universel cardiac hospital

জানা যায়, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউপিতে আবুল কালাম আজাদ ভূঁইয়া, সিঙ্গারবিল ইউপিতে মনিরুল ইসলাম ভূঁইয়া, চান্দুরায় এ এম শামিউল হক চৌধুরী, হরষপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান সারওয়ার হাজারী, চর ইসলামপুরে দানা মিয়া ভূঁইয়া বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা সকলে নৌকা প্রতীকের প্রার্থী।

উপজেলার বাকি পাঁচটি ইউপির মধ্যে চারটি আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তারা হলেন বিষ্ণুপুর ইউপিতে জামাল উদ্দিন, ইছাপুরায় জিয়াউল হক বকুল, পত্তনে আজহারুল ইসলাম, চম্পকনগরে আনোয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। আর বুধন্তি ইউপিতে কাজী সাইদুল হক স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।

আখাউড়া উত্তরে শাহজাহান মিয়া, দক্ষিণে জালাল উদ্দিন, মোগড়ায় এম এ মতিন, মনিয়ন্দে মাহবুবুল আলম চৌধুরী দীপক ও ধারখারে শাফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আখাউড়া উপজেলায় দলীয় প্রতীক ছাড়া ভোটগ্রহণ হয়েছে।

শেয়ার করুন