আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক আলোচিত-সমালোচিত সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সন্ধ্যায় এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জয়নাল হাজারী সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে ১৫ ডিসেম্বর থেকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি ছিলেন জয়নাল হাজারী। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।