অনেকটা নিয়ন্ত্রণে চলে গেলেও দেশে করোনাভাইরাসের প্রকোপ গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে বাড়ছে। শনাক্তের সংখ্যা এক অংকের ঘরের কাছাকাছি চলে গেলেও তা বেড়ে এখন ৫০০ ছুঁইছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৯৫ জনের শরীরে। উল্লিখিত সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬৩ জনের। আর ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮।
গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২.৩৭ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। তিনি ঢাকা বিভাগের রাজবাড়ীর বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।