ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচন কমিশন (ইসি) গঠনে ধারাবাহিক সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

রাষ্ট্রপতি দপ্তর থেকে বিএনপিকে পাঠানো চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি আগামী ১২ জানুয়ারি (বুধবার) বিএনপিকে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। ওইদিন বিকেল ৪টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী।

বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির ইসি গঠনে আয়োজিত সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করা হয়েছে। একই সঙ্গে সংলাপে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।

শেয়ার করুন