জোড়া সেঞ্চুরিতে খাজার রাজসিক প্রত্যাবর্তন

ক্রীড়া প্রতিবেদক

খাজার রাজসিক প্রত্যাবর্তন
সংগৃহীত ছবি

প্রায় আড়াই বছর ফিরলেন দলে। ফিরেই বাজিমাত। ২০১৯ সালের আগস্টে সর্বশেষ টেস্ট খেলা উসমান খাজা অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েই স্মরণীয় প্রত্যাবর্তনটা করে রাখলেন।

সিডনিতে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে খেলতে নেমে টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন খাজা। প্রথম ইনিংসে করেছেন ১৩৭ রান। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০১ রান। এর চেয়ে স্বপ্নময় প্রত্যাবর্তন আর কি হতে পারতো!

universel cardiac hospital

উসমান খাজার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করেই ৬ উইকেটে ২৬৫ তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৮৮ রানের। চতুর্থ দিনের শেষ সেশনের খেলা চলছে।

প্রথম ইনিংসে ৪১৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২৯৪ তুলে প্রথম ইনিংস শেষ করে ইংল্যান্ড। ১২২ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে অজিরা। তবে এবার ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারাও।

সেখান থেকে খাজা আর ক্যামেরুন গ্রিনের ১৭৯ রানের বিশাল জুটিতে ম্যাচে দাপট ফিরে অসিদের। শেষ পর্যন্ত এই জুটিটি ভাঙেন জ্যাক লিচ। পরের বলে তিনি অ্যালেক্স কারেকেও ফিরিয়ে দিলে দেরি না করে ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকরা।

১৩৮ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন খাজা। প্রথম ইনিংসে ২৬০ বলে ১৩ চারের সাহায্যে করেছিলেন ১৩৭।

শেয়ার করুন