করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ১১৬

নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত হয়ে মৃতের দাফন
ফাইল ছবি

দেশে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারী চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯ জনে।

একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে। গতকাল (৭ জানুয়ারি) করোনায় একজনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ১ হাজার ১৪৬ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৫৮৬টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১ হাজার ১১৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে টানা দুদিন শনাক্ত ৫ শতাংশের উপরে উঠলো। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষায় মোট রোগী শনাক্ত হয় ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সেরে উঠেছেন ১৫৪ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন