ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের প্রথম দিনের খেলায় বোলিং বিভাগে ব্যর্থ টাইগার বোলাররা। অন্যদিকে রীতিমতো রান উৎসবেই মেতেছে নিউজিল্যান্ড। টম লাথাম, ডেভন কনওয়ে এবং উইল ইয়ংদের দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের শাসনই করেছেন। প্রথম দিন শেষে লাথামের সেঞ্চুরি এবং ইয়ং-কনওয়ের অর্ধশতকে ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলেছে স্বাগতিকরা।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। ফলে টস হেরে ব্যাট করতে করতে নামে স্বাগতিকরা। ব্যাট হাতে ওপেনিং জুটিতে ১৪৮ রান তুলেছে ব্ল্যাক ক্যাপসরা। দুই ওপেনারই পান অর্ধশতকের দেখা। দীর্ঘ প্রতীক্ষার পর ইনিংসের ৩৮তম ওভারে উইল ইয়ংকে ফেরান শরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ৫৪ রান করেন ইয়ং। ১১৪ বলে খেলা ইনিংসটি ৫টি চারে সাজানো।
এদিকে নিজের অর্ধশতককে শতকে পরিণত করেন কিউই অধিনায়ক টম লাথাম। মেহেদি হাসান মিরাজের বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন লাথাম। দ্বিতীয় উইকেট জুটিতে তুলেন অপ্রতিরোধ্য ২০১ রানের জুটি। এখন ১৮৬ রানে টম লাথাম এবং ৯৯ রানে ডেভন কনওয়ে অপরাজিত রয়েছেন।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলি, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লান্ডেল, ড্যারেল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।