ক্রাইস্টচার্চ টেস্ট : ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মুমিনুল-লিটন
সংগৃহীত ছবি

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হলো যাচ্ছেতাই। ফের টপ অর্ডারের ব্যর্থতার পরিচিত চক্রে ঢুকে পড়ল টাইগাররা।

দ্বিতীয় সেশনে মাত্র এক ঘণ্টায় আউট হয়েছেন প্রথম ৪ ব্যাটার। রান হয় মাত্র ২৭! তবে ১১ রান করতেই ৪ উইকেট পড়ে যায় বাংলাদেশের।

টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের তোপে মুখ খুবড়ে পড়েছে একের পর এক উইকেট। রানের খাতা খুলতেই পারেননি মাহমুদুল হাসান জয়ের ইনজুরিতে সুযোগ পাওয়া নাঈম ইসলাম। অভিষেক টেস্ট ডাক দিয়ে শুরু হলো তার।

এভাবে ব্যাটিং বিপর্যয় থেকে দলকে টেনে তুলতে পারেননি প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাট করা অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাস।

ডাক মেরেছেন বাংলাদেশ অধিনায়কও। ৮ বল খেলে সাউদির বলে বোল্ড হয়ে ফেরেন শূন্য হাতে। এরপর ৮ রান করা লিটনকে ফেরান বোল্ট।

বিপর্যয়কে কোনো মতে ঠেকিয়ে রাখকে এ মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছেন মিডলঅর্ডার ব্যাটর ইয়াসির আলি ও উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

এ রিপোর্ট লেখার সময় ২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৮৭ রান। ৬২ বল খেলে ইয়াসির ব্যাট করছেন ২৬ রানে, ১ বলে মেহেদী করেছেন ০ রান।

আজ বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। ট্রেন্ট বোল্টের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বলে দ্বিতীয় স্লিপে টম ল্যাথামের হাতে ধরা পড়েন সাদমান।

এরপর টিম সাউদির অনায়াসে ছেড়ে দেওয়া যেত এমন বলে আউট হন নাঈম। ডিফেন্স করতে গিয়ে বল টেনে আনেন স্টাম্পে।

আস্থার সঙ্গেই খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু বাঁহাতি পেসারের চমৎকার এক ডেলিভারিতে লেট সুইং ঠিক মতো সামলাতে না পেরে ধরা পড়েন দ্বিতীয় স্লিপে।

এরপর ফ্লিক করে রানের খাতা খুলতে গিয়ে সাউদির বলে স্টাম্প এলোমেলো হয়ে যায় মুমিনুলের।

শেয়ার করুন