করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ধরন ঠেকাতে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে ট্রেনে ভাড়া না বাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহন করার বিষয়ে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএ চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে জন্য ১১টি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। এক্ষেত্রে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনা কীভাবে কার্যকর করা হবে, সেটি নিয়েই আমরা আজ (বুধবার) পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসব।