মালয়েশিয়ায় কর্মী নিয়োগ : শিগগিরই অনলাইনে আবেদনের ঘোষণা

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়া
ফাইল ছবি

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে অনলাইনে আবেদনের নির্দেশনা সংক্রান্ত ঘোষণা আসছে শিগগিরই। এমনটিই জানালেন দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। ১০ জানুয়ারি এক বিবৃতিতে মন্ত্রী বলেছেন, শিগগিরই তারিখ ঘোষণা করবেন তিনি।

বৃক্ষরোপণ ছাড়া অন্য সব সেক্টরের জন্য বিদেশি কর্মী নিয়োগ উন্মুক্ত- ১০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠক থেকে এমন সিদ্ধান্ত আসে। অনুমোদিত খাতগুলো হলো কৃষি, উত্পাদন, পরিষেবা, খনিতে খনন, নির্মাণ ও গৃহকর্মী। নিয়োগকর্তারা উৎস দেশ থেকে অনুমোদিত কর্মসংস্থানের প্রতিটি সেক্টরের জন্য বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ার জন্য অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

universel cardiac hospital

সারাভানান নিয়োগকর্তাদের উদ্দেশে বলেন, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান, তারা প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে আবেদন জমা দিতে পারবেন। নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুততর করতে এবং প্রতারকদের প্রতারণা এড়াতে মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ লেনদেন করতে মানা করেছেন মানবসম্পদমন্ত্রী।

শেয়ার করুন